[GK] SET-03 of General Knowledge Questions in Bengali

[GK] SET-03 of General Knowledge Questions in Bengali

প্রশ্ন ১ : পোলাভরম প্রকল্প কোন নদীর সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর : গোদাবরী
প্রশ্ন ২ : মর্লে মিন্টো সংস্কার কোন সালে ঘোষিত হয় ?
উত্তর : ১৯০৯
প্রশ্ন ৩ : ভারতে রেপো রেট কারা ঘোষণা করে ?
উত্তর : রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রশ্ন ৪ :  কলিবঙ্গা (Kalibangan) কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : রাজস্থান
প্রশ্ন ৫ : SEBI-কে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কত সালে ?
উত্তর : ১৯৯২
প্রশ্ন ৬ : ২০১৬-র অর্থনীতিতে নোবেল কে পান ?
উত্তর : অলিভার হার্ট এবং বেঙট্ হোমসট্রম
প্রশ্ন ৭ : ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় হতে পারে ?
উত্তর : ডারবান, দক্ষিণ আফ্রিকা
প্রশ্ন ৮ : RADAR পুরো কথা কী ?
উত্তর : রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং
প্রশ্ন ৯ : AGMARK কীসের সঙ্গে জড়িত ?
উত্তর : দেশের কৃষিজাত সামগ্রী
প্রশ্ন ১০ : টোটো উপজাতি কোন রাজ্যে বাস করে ?
উত্তর :  পশ্চিমবঙ্গে
প্রশ্ন ১১ : ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : নেতাজি সুভাষচন্দ্র বসু
প্রশ্ন ১২ : আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : রাসবিহারী ঘোষ
প্রশ্ন ১৩ : ব্যাকটিরিওফাজ় কী ?
উত্তর : একটি ভাইরাস
প্রশ্ন ১৪ : লেডি উইথ দা ল্যাম্প কাকে বলা হয় ?
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল
প্রশ্ন ১৫ : জ্যামিতির জনক কাকে বলা হয় ?
উত্তর : ইউক্লিড
প্রশ্ন ১৬ : HIV পুরো কথা কী ?
উত্তর : হিউম্যান ইমিউনোডেফিসিয়েনসি ভাইরাস
প্রশ্ন ১৭ : মোবাইলে থাকে IMEI নম্বর, কী এটি ?
উত্তর : ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি নম্বর
প্রশ্ন ১৮ : জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয় ?
উত্তর : ১৯৯২ সালের জানুয়ারিতে
প্রশ্ন ১৯ : রো (Row) নদী কোন দেশে ?
উত্তর : অ্যামেরিকা
প্রশ্ন ২০ : সতীদাহ প্রথা কবে অবলুপ্ত হয় ?
উত্তর : ১৮২৯ সালে

No comments:

Post a Comment


Pages