[GK] SET-02 of General Knowledge Questions in Bengali


[GK] SET-02 of General Knowledge Questions in Bengali

প্রশ্ন ১ : RBC-র গড় আয়ু কত?
উত্তর : ১২০ দিন
প্রশ্ন ২: IR 8, IR 18 কী?
উত্তর : ধানের প্রকার
প্রশ্ন ৩: আত্মঘাতী থলি কাকে বলে?
উত্তর:  লাইসোজ়ম
প্রশ্ন ৪: সজীব জীবকোশের আবিষ্কারক কে?
উত্তর:  লিউয়েন হুক
প্রশ্ন ৫: ক্রেবস চক্রের অপর নাম কী?
উত্তর:  TCA বা ট্রাই কারবক্সিলিক চক্র
প্রশ্ন ৬: Vit E রাসায়নিক নাম কী?
উত্তর:  টোকোফেরল
প্রশ্ন ৭: হাইড্রার এক্টোডারমে অবস্থিত দংশক অঙ্গের নাম কী?
উত্তর:  নিমাটোসিস্ট
প্রশ্ন ৮: আরশোলার হৃদপিণ্ড ক’টি প্রকোষ্ঠে বিভক্ত?
উত্তর:  ১৩টি
প্রশ্ন ৯: দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?
উত্তর: প্লীহা
প্রশ্ন ১০: পেডোলজি কী?
উত্তর:   মাটি বিষয়ক গবেষণা
প্রশ্ন ১১: ইস্ট থেকে কোন উৎসেচক পাওয়া যায়?
উত্তর:   জাইমেজ
প্রশ্ন ১২: CNS কী?
উত্তর:   সেন্ট্রাল নার্ভাস সিস্টেম
প্রশ্ন ১৩: গুরুমস্তিষ্কের অন্তরভাগকে কী বলে?
উত্তর:   সেরিব্রাল মেডুলা
প্রশ্ন ১৪: ব্ল্যাক ফুট রোগ কীসের সংস্পর্শে হয়?
উত্তর:   আর্সেনিক
প্রশ্ন ১৫ : জেনেটিক কোডের আবিষ্কারক কে?
উত্তর :  হরগোবিন্দ খুরানা
প্রশ্ন ১৬: স্কার্ভি রোগ প্রতিরোধী কোন ভিটামিন?
উত্তর:   সি ভিটামিন
প্রশ্ন ১৭: Null ভেক্টরের মান কত?
উত্তর:   শূন্য
প্রশ্ন ১৮: স্বনক কী?
উত্তর :  শব্দের উৎস
প্রশ্ন ১৯: জিপসামের রাসায়নিক নাম কী?
উত্তর:   ক্যালসিয়াম সালফেট
প্রশ্ন ২০: পচা মাখনে কোন Acid থাকে?
উত্তর:   বিউটাইরিক Acid

No comments:

Post a Comment


Pages